দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস
- আপডেট সময় : ১২:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
মৌসুমি বায়ু অধিক সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে, ৪ জুলাই পর্যন্ত ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় সমুদ্র বন্দরগুলোকেও ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে দু’দিন ধরে তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় গড়ে ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এছাড়াও খাগড়াছড়ি, সিলেট, রাঙামাটিসহ দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এদিকে দিনাজপুরে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারের কুতুবদিয়ায়।