দেশের সব মানুষের জন্য বাসযোগ্য গৃহের ব্যবস্থা করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দেশের সব মানুষের জন্য বাসযোগ্য গৃহের ব্যবস্থা করা হবে, এমন পরিকল্পনা নিয়েই কাজ করছে বর্তমান সরকার, বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
দুপুরে মেহেরপুরের মুজিবনগরের দারিয়াপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রকল্পে তিনি এ কথা বলেন। এসময় সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।