দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রী কমে গেছে
- আপডেট সময় : ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১৯৩৬ বার পড়া হয়েছে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রী কমে গেছে। এতে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তবে সূর্যের দেখা না মেলায় কোথাও কোথাও শীতের অনুভূতি বেশী মনে হচ্ছে। এদিকে, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত ক্রমে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী দেশের বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তার সাথে সাথে শীতের বিদায় পর্ব শুরু হবে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।
দেশের উত্তরাঞ্চল জুড়ে বিরাজ করছে তীব্র শীত আর কুয়াশা। সেখানে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে ফসল উৎপাদনে। বাড়ছে রোগ-ব্যাধিও। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটিই চলতি মৌসুমের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা। একদিন আগেও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি।
এদিন রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি। এছাড়া দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৩ এবং সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, কুমিল্লা, সীতাকুণ্ড ও মৌলভীবাজার জেলাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে কমতে পারে শীতের অনুভূতি।
আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে।
তিনি আরো জানান, ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এর সাথে শীতের বিদায় পর্ব শুরু হবে বলেও জানান আব্দুর রহমান খান।