দেশের সর্ববৃহৎ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন কাল
- আপডেট সময় : ০২:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
কাল উদ্বোধন করা হচ্ছে দেশের সর্ববৃহৎ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। পটুয়াখালীর কলাপাড়ায় দেখা গেছে উৎসবের আমেজ।
চীনের সহযোগিতায় ৪ বছর নির্মাণ কাজ শেষে ২০২০ সালেই উৎপাদন শুরু করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি নির্ধারিত সময়েই উৎপাদনে এসেছে। অনলাইনে ২৪ ঘণ্টা প্রকল্পটির তদারকি সম্ভব বলে জানাচ্ছেন প্রকল্প কর্মকর্তা। আমদানি করা কয়লা দিয়ে চালিত আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির সর্বাধুনিক কেন্দ্রটি পরিবেশের ক্ষতি করবে না বলে দাবি বিদ্যুৎ বিভাগের।
সরকারের দীর্ঘ মেয়াদী বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার প্রথম সফলতা এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পটুয়াখালীর দুর্গম এলাকায় আড়াই বিলিয়ন ডলারের প্রকল্পটিই এখন এককভাবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণে সকল প্রস্তুতি সম্পন্ন করতে নিরলস ভাবে কাজ করছেন সরকারি দপ্তর গুলো। প্রস্তুত রয়েছে রং বেরংয়ের আলপনায় ২২০ টি নৌকা। নৌকায় প্রায় ১১শ’ জেলে বাহারি পোশাকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এ নৌকাগুলো ওই বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা আছে। উপকূলের জীবনযাত্রার প্রতীক হিসেবে নৌকার মাধ্যমে সে দৃশ্য ফুটিয়ে তোলা হবে বলে জানান সংশ্লিষ্টরা
রাষ্ট্র প্রধানের এই সফর পটুয়াখালীকে আন্তর্জাতিক মন্ডলে নতুন করে পরিচয় করিয়ে দিবে এবং উন্নয়নের নতুন করিডোর হিসেবে পরিচিত পাবে বলে জানান জেলা প্রশাসক।এতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
দক্ষিণ অঞ্চল উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।