আফগানিস্তানে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ আগের মতোই থাকবে
- আপডেট সময় : ০১:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ আগের মতোই থাকবে। একইসঙ্গে গণমাধ্যমগুলোও স্বাধীনভাবে কাজ করতে পারবে। আফগানিস্তান দখলের পর সেখানে ফিরতে শুরু করেছেন তালেবানের নির্বাসিত শীর্ষ রাজনৈতিক নেতারা।
যারা ফিরেছেন, তাদের মধ্যে তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ নেতা মোল্লা আবদুল গনি বারাদারও রয়েছেন।
দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভ তালেবানের হাতে কাবুল নিরাপদ বলে মন্তব্য করেছেন। তবে রাশিয়া এখনও তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। এদিকে, নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক নয় উল্লেখ করে হিজাব পরতে হবে বলে জানিয়েছে তালেবান। ক্ষমতা গ্রহণের দু’দিন পর রাজধানী কাবুলে প্রথম সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ কথা জানান। নতুন সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে ইসলামের মূল্যবোধে আঘাত না হানলে স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করতে পারবে বলেও জানিয়েছে তালেবানদের মুখপাত্র। আফগানিস্তানের ২০ হাজার নাগরিককে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।