দেশের সাত বিভাগে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ
- আপডেট সময় : ০২:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
দেশের সাত বিভাগে এখনও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা আজ আরও বাড়তে পারে। শেষ চৈত্রের দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় হাঁসফাঁস অবস্থা মানুষের।
চুয়াডাঙ্গায় টানা ১৩ দিনের তীব্র তাপমাত্রায় সীমাহীন কষ্টে সাধারণ মানুষ। বুধবার চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। যা ছিল এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আজ বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১৬ ভাগ। একটানা অব্যাহত তাপমাত্রায় হাঁপিয়ে উঠেছে মানুষ। প্রচন্ড গরমে রোজা রাখতে গিয়ে কষ্ট বেড়েছে মানুষের। চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের
মানুষ।
ঝিনাইদহে বৈশাখের প্রথম দিনে তীব্র রোদে অতিষ্ঠ জনজীবন। সকাল থেকেই তাপমাত্রার পারদ উঠতে শুরু করে। এতে চরম বিপাকে
মানুষ। চড়া রোদে গাছের ছায়া, দোকান পাটে বসে থাকছেন অনেকে। জরুরী প্রয়োজনে বাইরে বের হলেও অতিরিক্ত তাপমাত্রায় বেশি সময় বাইরে থাকা সম্ভব হচ্ছেনা।