দেশের সিলেট নগরীতে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ সঞ্চালন শুরু

- আপডেট সময় : ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দেশের সিলেট নগরীতে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। হযরত শাহজালাল রাঃ মাজার এলাকায় রবিবার থেকে পূর্নাঙ্গ বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এর ফলে সিলেটকে আধুনিক সুযোগ সুবিধার ডিজিটাল স্মার্ট সিটিতে রূপান্তরে এক ধাপ এগিয়ে গেল। একটি পাইলট প্রকল্পের আওতায় সিলেটে ভূগর্ভস্থ বিদ্যুতায়নের বাস্তবায়ন করছে পিডিবি।
বিদ্যুতের তারের জঞ্জাল কমিয়ে নগরীকে স্মার্ট ডিজিট্যাল সিটি হিসেবে গড়ে তুলতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ৫৫ কোটি টাকা ব্যায়ে ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্পে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। বিশেষ এই প্রকল্পে সিলেট নগরীতে ১১ কেভি ২৫ কিলোমিটার, শূন্য দশমিক ৪ কেভি ১৮ কিলোমিটার ও ৩৩ কেভি ৬ কিলোমিটার ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হবে।
প্রকল্পের আওতায় হযরত শাজালাল রা: মাজার এলাকায় রবিবার থেকে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পরবর্তিতে গোটা নগরীকে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের আওতায় আনা হবে। বেশ কয়েকদিন ধরে পরিক্ষামূলক সরবরাহ পর্যবেক্ষনের পর পূর্ণ সরবরাহ চালু হওয়ায় খুশি ব্যবসায়ীরা। নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই সাব স্টেশন থেকে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বর খানা হয়ে যাবে চৌহাট্টায়। সেখান থেকে জিন্দাবাজার-কোর্ট পয়েন্ট হয়ে সিলেট সার্কিট হাউজ এবং চৌহাট্টা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত বিদ্যুতায়ন হবে।