দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কারও সঙ্গে আপস করবে না বিএনপি : ফখরুল
- আপডেট সময় : ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৮৪৪ বার পড়া হয়েছে
নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে সরকার বিএনপিকে রুখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কারও সঙ্গে আপস করবে না।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
এতে বিএনপি নেতারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছে বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বানচাল করতে নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে ।
সরকারের জুলুম নির্যাতনে তীব্র আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছে মানুষ। আর এসবের মধ্য দিয়েই সরকারের পতন ঘটব বলেও জানান তিনি।
মাওলানা ভাসানীর জীবন থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র, ও জাতিকে রক্ষার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান মির্জা ফখরুল।