দেশের ১৩টি শতবর্ষী সরকারি কলেজ ‘সেন্টার অব এক্সিলেন্স’ হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশের ১৩টি শতবর্ষী সরকারি কলেজ ‘সেন্টার অব এক্সিলেন্স’ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ।
শুক্রবার রাজশাহী কলেজে এইচএসসি অ্যালামনাই-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।ডা. দীপু মনি বলেন, শিক্ষার মানের দিকে নজর দেয়ার পাশাপাশি শিক্ষকদের পেছনে বিনিয়োগ করতে হবে। শিক্ষকদের গবেষনার কাজে মনোযোগি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় মানব সম্পদের উন্নয়ন জরুরী। এ জন্য সরকার সব ধরণের সহযোগিতা দেবে বলেও জানান তিনি। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।