দেশের ৪০টি গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবে আরএফএল টিউবওয়েল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
৪০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ৪০টি গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবে আরএফএল টিউবওয়েল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
এ সময় তিনি বলেন, আশির দশকে সুপেয় পানির অভাবে বিভিন্ন পানিবাহিত রোগে মানুষ ভুগতো। তখন থেকেই নিরাপদ ও সুপেয় পানির অভাব পূরণে যাত্রা শুরু করেছে আরএফএল টিউবওয়েল। আজ পর্যন্ত দেশের সিংহভাগ মানুষের সুপেয় পানির চাহিদা তারা পূরণ করে আসছে বলেও দাবি করেন তিনি। ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের দুর্গম ও চর এলাকায় টিউবওয়েলের মাধ্যমে ৪০টি গ্রামের বিশুদ্ধ পানির ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে আরএফএলের সেরা ১০ জন টিউবওয়েল পরিবেশককে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।