দেড় হাজার টন বর্জ্যে ভাসছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
- আপডেট সময় : ০৮:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দেড় হাজার টন বর্জ্যে ভাসছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও প্রতিদিন টনকে টন ময়লা জমা হচ্ছে। এতে করে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। কিন্তু, এ নিয়ে সামান্যতম মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। সিটি কর্পোরেশনের উপর দায় চাপিয়ে বসে আছে তারা। একই অবস্থা বরিশাল সদর জেনারেল হাসপাতালেও।
করোনার কারনে গত বছর মার্চ থেকে মেডিকেলের বর্জ্য অপসারন বন্ধ রেখেছে সিটি কর্পোরেশন। এক বছর পেরিয়ে গেলেও অপসারন আর শুরু হয়নি। এছাড়া, প্রতিদিন চার টন বর্জ্য মেডিকেল ক্যাম্পাসে স্তুপ করে রাখা হচ্ছে।
প্রধান গেট, জরুরি বিভাগ, এমনকি করোনা ওয়ার্ডের পাশেও ময়লা ফেলা হচ্ছে। সম্প্রতি ইন্টার্ন ডক্টরস হোস্টেলের পাশে গর্ত করে বর্জ্য ফেলছে কর্তৃপক্ষ। উপচে পড়া বর্জ্যের দুর্গন্ধে অসহনীয় হয়ে উঠেছে মেডিকেলের পরিবেশ।
মেডিকেল কর্তৃপক্ষ প্রতিদিন পরিবেশকে ধ্বংসের মুখে ঢেলে দিচ্ছে বলে মনে করেন, সবুজ আন্দোলনের এ নেতা।
সদর হাসপাতালের বর্জ্য সিটি কর্পোরেশন না নেয়ায়, তা পুড়িয়ে ফেলা হচ্ছে বলে জানান, সিভিল সার্জন।
আলোচনার মাধ্যমে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানান, মেডিকেল পরিচালক।
করোনাকালে হাসপাতালের বর্জ্য পরিস্কার না করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে বলে জানায় সিটি কর্পোরেশন।