দোহার সময়ের সাথে সাথে এখন আধুনিক নগরে পরিণত হয়েছে
- আপডেট সময় : ০৭:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের দোহার ছিলো একসময় সবচেয়ে অবহেলিত জনপদ। যা সময়ের সাথে সাথে এখন আধুনিক নগরে পরিণত হয়েছে। দোহারের নিজ এলাকার মসজিদ উদ্বোধনকালে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রশংসা করেন এলাকাবাসী।
কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মসজিদ আল কাসমা। শুক্রবার নিজ এলাকায় উদ্বোধন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদ আল কাসমার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রসংশা করেন এলাকাবাসী।
উদ্বোধনকালে মন্ত্রী জানান, পারিবারিক উৎসাহ থেকেই নির্মিত মসজিদ আল কাসমা। মন্ত্রী আরো বলেন, দোহার ছিলো সবচেয়ে অবহেলিত জনপদ, যা সময়ের সাথে সাথে পরিনত হয়েছে আধুনিক নগরায়নে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া আর সমর্থন সবসময় পাশে চান স্বরাষ্ট্রমন্ত্রী।