দ্বাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সবসময়ই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি আরো বলেন, আগামীর দ্বাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।
ক্ষমতাসীন দল বরাবরই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছে জাতিকে। ৭৫’র ১৫ আগস্ট থেকে শুরু করে ২১ বছর বাংলাদেশে দফায় দফায় সামরিক শাসন গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করেছে বলে মনে করেন শেখ হাসিনা।
গুম খুনের বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে গুম ও খুনের ঘটনা থাকলেও তার বিচার নিয়ে কেউ কোন কথা বলেন না। তবে বাংলাদেশের গুম খুনের বিষয়ে মিথ্যা অভিযোগ করা হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এসময় রাণী ২য় এলিজাবেথের শাসনামলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।