দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৫ বিশেষজ্ঞ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ১৯৫৫ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৫ বিশেষজ্ঞ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনার মূল্যায়ন করবেন।
বিশেষজ্ঞ পাঠানোর বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট-এনডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআই ইতোমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিশেষজ্ঞ মিশনের কাজ হবে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার জন্য কারা দায়ী এবং এর প্রভাব মূল্যায়ন। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকিসহ নানা বিষয় খতিয়ে দেখবেন বিশেষজ্ঞ দল। একইসংগে এসব পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও মূল্যায়ন করবেন তারা।