দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
- আপডেট সময় : ০১:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৮২৩ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরে তফসিল দেবে নির্বাচন কমিশন। ২০২৪’র জানুয়ারির শেষ সপ্তাহে হবে সংসদ নির্বাচন
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচনের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করা হয়। নির্বাচন কমিশনার আহসান হাবিব জানান, ব্যালটে ঝুঁকি থাকায় ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে, অন্যান্য কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রোডম্যাপ অনুযায়ী, চলতি মাস থেকে নির্বাচন পর্যন্ত কী কী কার্যক্রম চলবে তা নির্ধারণ করা হয়েছে। ইসি কমিশনার মো. আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের সঙ্গে সংলাপের সময় সংবিধানের আলোকে যেসব সুপারিশ এসেছে সেগুলো নেয়া হয়েছে।