দ্বিতীয় ডোজের টিকা নিলেন বেগম খালেদা জিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । বিকেলে রাজধানীর মহাখালির শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এ টিকা দেয়া হয়।
বেগম খালেদা জিয়ার টিকা নেয়ার খবরে দুপুর থেকেই হাপসপাতালে জড়ো হতে থাকেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ার পারসনের বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নিতে হাসপাতালে আসেন। হাসপাতালের সামনে এসে পৌঁছালে চিকিৎসক ও নার্স এসে গাড়িতে অবস্থানরত খালেদা জিয়াকে টিকা দেন। এরপর খালেদা জিয়া আবার নিজের বাসার উদ্দেশে চলে যান।তার নিরাপত্তায় হাসপাতাল প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এরআগে গত ১৯ জুলাই এই হাসপাতালেই মডার্নার প্রথম ডোজ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া।