দ্বিতীয় দল হিসেবে এফএ কাপের ফাইনালে চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দ্বিতীয় দল হিসেবে এফএ কাপের ফাইনালে চেলসি। সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চ নিশ্চিত করেছে ব্লুজরা।
ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রনে চেলসি। একের পর এক আক্রমন টুখেল শিষ্যদের। তবে ফিনিশিং ব্যর্থতায় গোলের অপেক্ষা বাড়ে চেলসির। সুযোগ পেয়ে গোল আদায় করতে পারেনি ক্রিস্টাল প্যালেসও। এতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে বাজিমাত করে চেলসি। ৬৫ মিনিটে ডেডলক ভাঙ্গেন রুবেন লোফটাস চিক। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ব্লুজরা। স্কোরশিটে নাম তোলেন ম্যাসন মাউন্ট। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ২-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেল শিষ্যরা। নবম শিরোপা জয়ের খোঁজে ১৪ মে ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি।