দ্রুত নির্বাচিত নেতৃত্বের হাতে দেশ পরিচালনার ভার দিতে হবে : মঈন খান
- আপডেট সময় : ০২:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ যেন আর মুখোশ পরে এই সরকারকে জিম্মি করতে না পারে, গণতন্ত্র রক্ষায় সেদিকে সতর্ক থাকতে হবে। দ্রুত নির্বাচিত নেতৃত্বের হাতে দেশ পরিচালনার ভার দিতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা করতে এ অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ছাত্র-জনতা আত্মত্যাগের যে দৃষ্টান্ত রেখেছেন তা ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আরও বলেন একটি ভালো নির্বাচন করতে বেশি সময় লাগে না। আন্দোলনের শেষ ধাপ হবে জনগণের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা করা। সংগ্রাম এখনো অব্যাহত আছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেনা। আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে বিএনপি।