ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই বিভাজন তৈরি করতে চায়
- আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিত ভাবে বিভাজন তৈরি করতে চায়। আর এ জন্য তিনি সরাসরি বিএনপি ও তার দোসরদেরকে দায়ী করেন।
বুধবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, উন্নয়ন ও সমৃদ্ধি সহ্য করতে পারছে না, তারাই জাতিকে ধর্মের নামে বিভাজিত করছে। বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক হামলায় কারা জড়িত তা আসল ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে। বিএনপি নিজেরাই রাজনৈতিক ভাবে সাম্প্রদায়িক বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে করে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন তারা ভেবেছে পূজামণ্ডপে হামলা করলে সরকারের উপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সাথে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা।