ধর্মঘটের ডাক না দিতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান
- আপডেট সময় : ০৮:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নতুন সড়ক পরিবহন আইনের বিরোধিতা করে ধর্মঘটের ডাক না দিতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ আহ্বান জানান। যত চাপই থাকুক, এই আইন বাস্তবায়ন হবেই বলেও জানান ওবায়দুল কাদের।
কার্যকর হয়েছে নতুন সড়ক পরিবহণ আইন। নতুন এই নিয়মে অভ্যস্থ হতে দুই সপ্তাহ ধরে আইনটি কার্যকর করা হয়নি।
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। নতুন করে আর সময় বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়ন করা হবে যেকোন মূল্যে।
তিনি বলেন, বিএনপি ভারতের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে চুক্তি বলছে। এমওইউ জনসম্মুখে প্রকাশের দাবি আসতে পারে না বলে মনে করেন মন্ত্রী।
চলমান শুদ্ধি অভিযান উপজেলা পর্যায় পর্যন্ত চলতে থাকবে বলে জানান ওবায়দুল কাদের।