ধর্মের নামে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর কোনোভাবেই জাতি মেনে নেবে না : স্থানীয় সরকারমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ধর্মের নামে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর কোনোভাবেই জাতি মেনে নেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, যে মানুষটি দেশের জন্য সবটুকুই বিলিয়ে দিয়েছেন, তার ভাষ্কর্যকে মেনে নিতে না পারা দেশকে অস্বীকার করা। ধর্মের লেবাছে কিছু মানুষের এমন কর্মকান্ড পুরো জাতিকে হতবাক করেছে। তাই আগামী দিনে এসব কর্মকান্ড থেকে দূরে থাকতে সবার প্রতি আহবান জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমেদসহ অনেকে।