ধর্ষণ প্রতিরোধে নতুন আইন সংসদের পরবর্তী অধিবেশনে পাশ করানোর উদ্যোগ নেয়া হবে
- আপডেট সময় : ০১:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ধর্ষণ প্রতিরোধে নতুন আইন সংসদের পরবর্তী অধিবেশনে পাশ করানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় আন্তরিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা কমিয়ে নিরপেক্ষ বিচার করতে হবে যাতে বিচার বিভাগের প্রতি জনগনের আস্থা বজায় থাকে।
আদালতে মামলাজট কমানো এবং বিচার প্রার্থীদের সুবিধার জন্য সারাদেশের ৬৪ জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ কাজ চলছে। প্রথম পর্যায়ে ৪২ জেলায় ভবন নির্মাণে ব্যয় হবে ২ হাজার ৮৮ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে ‘ঢাকা চিফ জুডিসিয়াল আদালত ভবন’ এর। ১৮টি এজলাস, মিলনায়তনের সুবিধাসহ নির্মিত এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগে প্রহসন শুরু করেছিল পঁচাত্তর পরবর্তী শাসকেরা। ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছিল। সবার জন্য আইনের সুশাসন যাতে সমান হয় সেভাবেই কাজ করছে আওয়ামী লীগ সরকার।
সংসদের পরবর্তী অধিবেশনেই ধর্ষন প্রতিরোধে করা নতুন আইন পাশ করা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাসবিরোধী আইন সর্বোচ্চ কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।
নতুন বিচারক নিয়োগ ও তাদের প্রশিক্ষণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বিচারের রায় বাংলায় লেখার আহ্বান জানান তিনি। সবাই যেন দ্রুত বিচার পায় সেই লক্ষ্যে সরকার আন্তরিক বলেও জানান সরকার প্রধান।