ধর্ষণের শিকার ঢাবি শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতিতে ছাড়পত্র
- আপডেট সময় : ০৮:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৭৪২ বার পড়া হয়েছে
ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন এ তথ্য জানান। এদিকে, এ ঘটনায় গ্রেফতার ধর্ষক মজনুকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্যদিকে, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চতুর্থ দিনের মত উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত শিক্ষার্থীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে দেখে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ীই বাড়ি ফিরেছে ওই শিক্ষার্থী। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন জানান, হাসপাতাল ছাড়ার আগে শিক্ষার্থীর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি দিয়েছে।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা মজনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চতুর্থ দিনের মত আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকাসহ সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের।
ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে ক্যাম্পাসে পদযাত্রায় অংশ নেয় সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ। এ সময় ডাকসুর ভিপি সরকারকে আরো কঠোর ভূমিকা নেয়ার আহবান জানান।
ধর্ষণের ঘটনার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ভাটা পড়েছে বলেও দাবি শিক্ষার্থীদের।