ধলেশ্বরী নদী রক্ষার দাবীতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভাঙ্গনের কবল থেকে ধলেশ্বরী নদী রক্ষার দাবীতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন পালন করেছে ১৭ গ্রামের হাজার হাজার মানুষ। সোমবার সকালে চান্দের চর গ্রামের ধলেশ্বরী নদীতীরে দেড় ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। এতে বালুর চর ইউনিয়নের তিন ওয়ার্ডের কয়েক হাজার নারী, পুরুষ ও স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। মুন্সীগঞ্জে ১৭ গ্রামের হাজার হাজার মানুষের মানববন্ধন
মানববন্ধনে স্থানীয়রা বলেন, গত ১০ বছর যাবত ধলেশ্বরীর নদীপাড় ভাঙ্গনে হাজার হাজার কৃষিজমি নদীগর্ভে বিলিন হয়েছে। ইতোমধ্যে গ্রামবাসির উদ্যোগে বাঁশ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করা হলেও তা কোনো কাজে আসছেনা। আর ১শ’ ফিট অতিক্রম করলে গ্রামের পর গ্রাম ভাঙ্গনের শিকার হবে। এতে বসতভিটা হারাবে ১৩ হাজার বাসিন্দা। আগামী বর্ষার আগে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা না হলে-নদীগর্ভে বিলিন হতে পারে বাড়ি ঘর, স্কুল, মসজিদ, হাট বাজার। ভাঙ্গনের কবলে রয়েছে ১৫টি মসজিদ, ২টি মাদ্রাসা, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, ৩টি পাকা সেতু, ২টি ঈদগাহ ময়দান, কবরস্থান এবং তিনটি নৌকা ঘাট ও ছোট তিনটি বাজার।