ধান প্রতিস্থাপন যন্ত্রের ব্যবহার বাড়ছে নরসিংদীতে
- আপডেট সময় : ০৫:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে ধান প্রতিস্থাপন যন্ত্রের ব্যবহার।ফলে বাড়ছে উচ্চফলনশীল বোরো ধানের চাষাবাদ। পাশাপাশি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের চারা রোপন কার্যক্রমও শুরু করা হয়েছে। কৃষকরা বলছেন নতুন এই প্রযুক্তি ও পদ্ধতির সহায়তায় উৎপাদন খরচ কমবে, বাড়বে উৎপাদন ।
জেলার ৪টি উপজেলায় ৫০ একর করে ব্লক প্রদর্শনীর মাধ্যমে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপন করা হয়েছে। ধান কাটা ও ধান মাড়াই হবে আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টারের মাধ্যমে। প্রযুক্তির এমন ব্যবহারে খুশি চাষিরা। জেলা জুড়ে প্রযুক্তির এমন ব্যবহার ছড়িয়ে দিলে কৃষকরা অনেক লাভবান হবেন বলে মনে করছেন তারা।
সমলয়ে চাষাবাদের কারণে একদিকে যেমন কৃষকদের শ্রমিক সংকট কাটবে, অন্যদিকে ধান উৎপাদনে খরচ কমবে ৪০ভাগ। এছাড়া প্রতি ৫০ একরে ২০০ মেট্রিক টন ফলনসহ সফলতা পাওয়া যাবে বলে মনে করছেন কৃষি বিভাগ।
বৈশ্বিক পরিস্থিতিতে দেশে যেন কোন খাদ্য ঘাটতি দেখা না দেয় এই ব্যাপারে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেয়াসহ আধুনিক কৃষি যন্ত্র ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে তদারকি করছে জেলা প্রশাসক।
কৃষি মন্ত্রণালয়ের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের ৫০ভাগ ভূর্তুকি মূল্যে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।