ধামরাই পৌর নির্বাচন: প্রথমবারের মতো ইভিএমে ভোট
- আপডেট সময় : ০৬:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জমে উঠেছে ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচন। জয়ের শতভাগ সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী দাপিয়ে বেড়ালেও, সুষ্ঠু ভোটের শংকায় রয়েছে বিএনপি। প্রথমবারের মতো ইভিএমে ভোট নিতে প্রস্তুত স্থানীয় নির্বাচন কমিশন। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় পৌরসভায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ওয়ার্ডে-ওয়ার্ডে মিটিং, শোডাউন, উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা।
২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ধামরাই পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবির। আর, বিএনপি থেকে নির্বাচন করছেন সাবেক মেয়র নাজিম উদ্দিন মঞ্জু। এছাড়া, ইসলামী আন্দোলনের প্রার্থী শওকত আলী মাঠে রয়েছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বর্তমান মেয়র।জয়ের সম্ভাবনা দেখলেও সুষ্ঠু ভোটের শংকায় বিএনপি’র মেয়র প্রার্থী।তরুন ভোটারসহ অন্যদের প্রত্যাশা সৎ ও যোগ্য ব্যক্তিকেই দেখতে চান তাদের প্রতিনিধি হিসেবে।সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে সবই করতে প্রস্তুত বলে জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা।পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ছ’শ ৪৪।
এদিকে, পঞ্চগড় পৌরসভা নির্বাচনও হবে একইদিন। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীর মধ্যে। প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে পৌর শহর। সৎ ও যোগ্য প্রতিনিধি বাছাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোট নিজে দিতে চায় সাধারণ মানুষ।প্রত্যেক ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন কাউন্সিলর প্রার্থীরা।বিএনপি’র প্রার্থী তৌহিদুল ইসলাম, এর আগেও পাঁচ বার মেয়র নির্বাচিত হয়েছেন।
পৌরসভার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক জাকিয়া খাতুন।ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের জন্য প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছে জেলা নির্বাচন কমিশন।পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯ জন।