ধামরাইয়ে ইফতার বিতরণকে কেন্দ্র করে দফায়-দফায় হামলা, সংর্ঘষ ও ভাংচুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে খাবার বিতরণকে কেন্দ্র করে দফায়-দফায় হামলা, সংর্ঘষ ও ভাংচুরের ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে। বুধবার বিকেলে এই হামলা, সংর্ঘষ ও ভাংচুরের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতা-কর্মীদের সামনেই সংর্ঘষ বাধলেও পরে তা নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর পরই দ্বিতীয় দফায় ব্যাপক ভাবে শুরু হয় সংর্ঘষ ও ভাংচুর।