ভালুকায় গুরুত্বপূর্ণ লাউতি সেতুর নির্মাণকাজে ধীরগতি
- আপডেট সময় : ০৫:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ঠিকাদার ও সংশ্লিষ্ট দফতরের গাফিলতিতে ধীরগতিতে চলছে, ময়মনসিংহের ভালুকার গুরুত্বপূর্ণ সিডস্টোর-সখিপুর আঞ্চলিক সড়কে লাউতি সেতুর নির্মাণকাজ। সেতুর বিকল্প সড়ক ভেঙ্গে চরম ভোগান্তিতে দুই উপজেলার লাখ লাখ মানুষ। সড়ক দিয়ে পণ্য পরিবহন তো দূরে থাক, জীবন নিয়ে পার হওয়াই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সিডস্টোর-সখিপুর আঞ্চলিক সড়কে লাউতি খালের উপর বহুল কাঙ্খিত সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালের নভেম্বরে। বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ৯৩৮ মিটার চেইনেজ ৩০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণের প্রকল্প হাতে নেয় এলজিইডি। সেতু নির্মাণের দায়িত্ব পায় কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মির্জা কনস্ট্রাকশন এবং মাসুম কনস্ট্রাকশন। চলতি বছরের মে মাসে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো অর্ধেক কাজই হয়নি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা।
এদিকে, বছর না যেতেই খালের উপর নির্মিত সেতুর পাশে বিকল্প সড়কটি পানির তোড়ে ভেঙে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন পথচারীরা।
খালের উপর বিকল্প সড়কটি নিয়ম মেনে করা হয়নি, ফলে ভেঙে গেছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী।
এলজিইডি এবং পাউবোর সমন্বয়ে সেতু এবং বিকল্প সড়কের সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়ার কথা জানান, স্থানীয় ইউএনও।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত বিকল্প সড়ক নির্মাণসহ লাউতি সেতুর কাজ সম্পন্ন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের।