রংপুর, নওগাঁ ও গোপালগঞ্জে মেডিকেল সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রংপুরে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প, নওগাঁ ও গোপালগঞ্জে অক্সিজেন কনসেনট্রেটর সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প অব্যাহত রেখেছে জাতীয় ছাত্র সমাজ। রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুরে টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ফ্রি স্টেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়। জাতীয় ছাত্র সমাজেরর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন।
নওগাঁ সদর হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর ও কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী নওগাঁ এ্যাসোসিয়েশন ইউকে নামের একটি সংগঠন। দুপুরে নওগাঁ সদর হাসপাতাল সম্মেলন কক্ষে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসারের হাতে তুলে দেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
গোপালগঞ্জে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যেগে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।