নওগাঁ, সাতক্ষীরা ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত
- আপডেট সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নওগাঁ, সাতক্ষীরা ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে।
নওগাঁর মান্দার যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীসহ দুই জন নিহত হয়েছে। পুলিশ জানায়, ব্যবসায়ী আব্দুস সাত্তার বেলা ১২ টার দিকে সাবাই হাটে ভ্যানে করে কাপড় বিক্রি করছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ওই কাপড় বিক্রেতা এবং পাশে দাঁড়িয়ে থাকা খোরশেদ সরদার নামে আরেকজন রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় তার।
মোটসাইকেল দুর্ঘটনায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাতক্ষীরা ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। রাজন ও মেহেদি মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। পথে চুকনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটর সাইকেলে ধাক্কা দিলে চালক রাজন ঘটনাস্থলে মারা যান।
সুনামগঞ্জের জামতলায় ট্রাকের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গ্রামে বাড়ীতে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রাসেল মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসাতপালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।