চামড়া পাচার রোধে নওগাঁ সীমান্তে কড়া নজরদারি বসিয়েছে বিজিবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৬৭০ বার পড়া হয়েছে
কোরবানি ঈদের পর সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে নওগাঁ সীমান্তগুলোতে কড়া নজরদারি বসিয়েছে বিজিবি। বিজিবির পাশাপাশি তৎপর নওগাঁ জেলা পুলিশ সদস্যরাও।
নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন জানান, জেলার যেসব এলাকা দিয়ে ভারতে চামড়া পাচারের আশংকা রয়েছে, এমন বেশ কিছু এলাকায় বিজিবির সতর্ক চৌকি বসানো হয়েছে। পাশাপাশি সীমান্তের কিছু গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক জানান, বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরাও চামড়া পাচার রোধে সতর্ক রয়েছেন। এরই মধ্যে জেলার সীমান্তবর্তী সড়কগুলোতে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানোর জন্য বলা হয়েছে। সীমান্ত অভিমুখে প্রতিটি ট্রাক, পিকআপসহ সব যানবাহন পুলিশী তল্লাশির আওতায় থাকবে। চামড়া পাচার রোধে বিজিবির পাশাপাশি ২৪ ঘণ্টা কাজ করবে পুলিশ।