নওগাঁ-৬ উপনির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আগামীকাল ১৭ অক্টোবর নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপ-নির্বাচনকে ঘিরে ইতি মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার মধ্য রাত থেকে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণার সকল কর্মকান্ড। এই দুটি আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে।
চলতি বছরের ২৭ জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসন থেকে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রাণী নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আত্রাই আলহাজ্ব শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির ইন্তেখার আলম রুবেল।