নওগাঁয় আলাদা দুটি ধর্ষন মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
নওগাঁয় আলাদা দুটি ধর্ষন মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ নওগাঁ আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২০ সালের মার্চে জেলার পত্নীতলায় কাশিমপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এলাকার কাজল মালির বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। মামলা বিচারকাজ শেষে আজ আদেশ দেয়া হয়।
এছাড়া ২০১৪ সালে পোরশা উপজেলার ইলাম গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে গোবরাকুড়ি গ্রামের হ্যাপীর নামে মামলা হয়। ৯ বছর বিচার প্রক্রিয়া শেষে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
মহেশপুরে দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে কাজীর বেড় গ্রামের মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম গরু কিনতে এনজিও থেকে টাকা তোলেন। সেই টাকা তার স্বামী চাইলে দিতে অস্বীকৃতি জানালে মনছুর আলী মরিয়মকে হত্যা করতে ধারালো অস্ত্র ব্যবহার করে। পরে নিহতের ছেলে সোহাগ আলী বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, দেশীয় আগ্নেয়াস্ত্র রিভলবার নিজ হেফাজতে রাখার অপরাধে আবদুল করিম নামের এক ব্যাক্তির ১২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ স্পেশাল ট্রাই: ১০ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় ২০১৬ সালে ১৫ মে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি আতাকরা গ্রামের আঃ করিমের বাড়ি থেকে রিভলবার উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার আঃ করিম কে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।