নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এদিকে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো দুজন।
এ সময় আহত হন বাসের চালকসহ অনন্ত ১৫ জন।
সকালে মহাদেবপুর থানার ওসি জানান, বুধবার রাতে বদলগাছী-নজিপুর সড়কের মহাদেবপুর থানাধীন পয়নারীতে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, মেহেরপুরের দরবেশপুর সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যানের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় ড্রাইভার ও হেলপার নিহত হয়। নিহতদের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।