নওগাঁর ৩ উপজেলায় করোনা রোগীদের জন্য চালু হয়েছে অক্সিজেন ইউনিট
- আপডেট সময় : ০৭:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
নওগাঁর সীমান্তবর্তী ৩ উপজেলায় করোনা রোগীদের জন্য চালু হয়েছে অক্সিজেন ইউনিট। যেখানে স্বল্প খরচে ভোগান্তি ছাড়াই অক্সিজেন পাবেন রোগীরা। প্রত্যন্ত এলাকায় এমন উদ্যোগ মফস্বলের চিকিৎসা ব্যবস্থাকে আরোও একধাপ এগিয়ে নিলো; বলছেন সংশ্লিষ্টরা।
দুষ্প্রাপ্য অক্সিজেন। যার অভাবে প্রতিদিনই লম্বা হচ্ছে লাশের মিছিল।
ঠিক এমন সময় অক্সিজেন প্রাপ্তি সহজলোভ্য করতে নওগাঁর সীমান্তঘেষা ৩ উপজেলায় সংযুক্ত করা হলো অক্সিজেন ইউনিট। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রতিটি ইউনিটে থাকবে ৩৬টি সিলিন্ডার। প্রতিটি সিলিন্ডারে অক্সিজেন রয়েছে ৬.৮ ঘনমিটার। একেকটি ইউনিট থেকে প্রাথমিকভাবে অক্সিজেন নিতে পারবেন ৩৬ জন করোনা রোগী। সংকটপূর্ন মহুর্তে এমন উদ্যোগ করোন মোকবিলায় শক্ত হাতিয়ার হিসেবে কাজ করবে বলছেন চিকিৎসকরা।
সীমান্তপাড়ের বাসিন্দারা বলছেন, অক্সিজেনের এমন সহজ প্রাপ্তি নির্ভশীলতা কমাবে ঢাকা-রাজশাহীর উপর। সাথে কমবে মৃত্যু ঝুঁকি আর ভোগান্তিও।
এমন গুরুত্বপূর্ন উদ্যোগের প্রধান উদ্দ্যোক্তা হিসেবে কাজ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। কেবলমাত্র এই তিন উপজেলায় নয়; জেলা সদরসহ ১১ উপজেলাতেই এমন ইউনিট চালুর কথা ভাবছেন তিনি।
উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল (এডিপি) থেকে প্রতিটি ইউনিটে ব্যায় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।