নওগাঁয় ইটভাটার কালো ধোঁয়া, শত-শত একর ফসল নষ্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
নওগাঁয় অবৈধ ইটভাটার কালো ধোয়ায় নষ্ট হচ্ছে শত-শত একর জমির ফসল। নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় চলছে ইট পোড়ানো।
শুধু ফসলি জমি নয়, কালো ধোয়ায় ক্ষতিগ্রস্ত পরিবেশ। তবে প্রশাসনের দাবি, এসব ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
এ যেনো সবুজের উপরে কালো থাবা’ অবৈধ ইটভাটার ধোয়ায় নস্ট হচ্ছে বলদলগাছী থানার মিঠাপুরের সবজি ক্ষেত। কৃষকের অভিযোগ, আশপাশে গড়ে ওঠা বেশ কয়েকটি ইটভাটার ধোয়ায় মরে যাচ্ছে পাতা ও গাছ।
ইটভটার যথাযথ অনুমোদন না থাকলেও মালিকরা বলছেন ভিন্ন কথা। পরিবেশবাদীদের অভিযোগ, ভাটা মালিকদের কাছে অসহায় প্রশাসন।
অনুমোদন ছাড়াই ইট উৎপাদন করছে ভাটাগুলো বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থার নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসব ইটভাটার কারনে ক্ষতির মুখে পড়েছে মিঠাপুর এলাকার প্রায় ১৫ হেক্টর জমির ফসল।