নওগাঁয় ২১ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে বাস চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নওগাঁয় বাস শ্রমিক ও অটোরিকশা চালকের দ্বন্দ্বের জেরে ২১ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল।
দুপুরে বাস মালিক গ্রুপ ও অটোরিকশা চালকদের বৈঠক শেষে বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম। তিনি বলেন, গত মঙ্গলবার বিকেলে বাস শ্রমিক ও অটোরিকশা চালকদের সাথে একটা মারামারির ঘটনা ঘটে। এরপর সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ ছিলো। দুপুরে বাস শ্রমিক ও অটোরিকশা চালকের দ্বন্দ্ব নিরসনে বালুডাঙ্গা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নে এক অলোচানায় বসা হয়। সভায় ফলপ্রসূ আলোচনার পর ফের বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন বাস চলাচল স্বাভাবিক রয়েছে।