নকল মাস্ক কেলেংকারি : জেএমআই চেয়ারম্যানের জামিন নিয়ে হাইকোর্টের রুল
- আপডেট সময় : ০৮:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে দায়ের করা মামলায়, জেএমআই’র চেয়ারম্যান আবদুর রাজ্জাককে দেয়া বিচারিক আদালতের জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই বেঞ্চ, শুল্ক ফাঁকির অভিযোগে করা মামলার আসামি চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেয়।
নকল মাস্ক সরবরাহের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর জেএমআই-র চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ৮ অক্টোবর পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিলো। এর সপ্তাহ খানেক বাদে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ জামিন দেন তাকে ।
ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক। শুনানি নিয়ে জামিনের প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট।
একই আদালত শুল্ক ফাঁকি ও ডিজিটাল জালিয়াতির মামলায় সিএণ্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদার ওরফে দীপু চাকলাদারের চার মামলায় জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেয়।
আলোচিত অর্থ পাচারকারি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে পরোয়ানা পাঠানোর সবশেষ অগ্রগতির তথ্য আগামী ২ ডিসেম্বর আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান দুদকের আইনজীবী।