নগর সুবিধা বঞ্চিত রংপুর সিটির অনেক ওয়ার্ড
- আপডেট সময় : ০৫:২১:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
১০ বছরেও নগর সুবিধা বঞ্চিত রংপুর সিটি কর্পোরেশনের অনেক ওয়ার্ড। লাগেনি উন্নয়নের ছোঁয়া । নগরীর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না করায় বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জলাবদ্ধতা।বেহাল দশা রাস্তা-ঘাটের। উন্নত হয়নি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা। এমন নানা ভোগান্তিতে ক্ষুব্ধ স্থানীয়রা। তারপরও ২৭ ডিসেম্বরের সিটি নির্বাচনে প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
রংপুর সিটি কর্পোরেশনের ১০ বছর পার হলেও নাগরিক সুবিধা বঞ্চিত বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। নগরের বুদাই, ফুল আমেরচর ,কুকরুল, সোডাপীর, খটখটিয়া, পরশুরাম ও বুড়িরহাট এলাকার অন্তর্ভুক্ত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড। এই তিন ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড। সিটি কর্পোরেশনের আওতাধীন হলেও এখনো রয়ে গেছে ইউনিয়নের মত। ড্রেনেজ ব্যবস্থাসহ স্বাস্থ্য, শিক্ষার উন্নয়নে নেয়া হয়নি কোন পদক্ষেপ। বলা যায় একেবারেই নাগিরক সুবিধা থেকে বঞ্চিত স্থানীয় মানুষ। ফলে দীর্ঘদিন চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী।
নির্বাচনে জয় লাভের আশায় ব্যাপক উন্নয়নের আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা।
ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও বিজয়ী হওযার পর কাজ করেন না তারা। জলাবদ্ধ মুক্ত বসবাসযোগ্য পরিচ্ছন্ন নগরী দেখতে চায় ওয়ার্ড বাসি। তিন ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটার ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করবেন।