নড়াইল-কালিয়া সেতুর ভুল নকশা নিয়ে একনেকে প্রধানমন্ত্রীর ক্ষোভ

- আপডেট সময় : ১০:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯১৩ বার পড়া হয়েছে
নড়াইল-কালিয়া সেতু নির্মাণে ভুল নকশার জন্য একনেক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শেষে দুপুরে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। আজকের বৈঠকে ১৩ হাজার কোটি টাকার ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ১০টি নতুন এবং ৭টি সংশোধিত প্রকল্প।
নড়াইল-কালিয়া সেতু নির্মাণে ভুল নকশার জন্য একনেক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শেষে দুপুরে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। আজকের বৈঠকে ১৩ হাজার কোটি টাকার ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ১০টি নতুন এবং ৭টি সংশোধিত প্রকল্প।