নতুন আলু না ওঠা পর্যন্ত আলুর দাম পুণর্নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর
- আপডেট সময় : ১০:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নতুন আলু না ওঠা পর্যন্ত আলুর দাম পুণর্নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। খুচরা পর্যায় পূর্ব-নির্ধারিত ৩০ টাকার বদলে ৩৫ টাকা, হিমাগার পর্যায়ে ২৩ টাকার জায়গায় ২৭ টাকা এবং পাইকারীতে ২৫ টাকারর জায়গায় ৩০ টাকা করে আলুর দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে, খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরের বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। আগামীকাল থেকেই আলুর নতুন দর কার্যকর হবে৷
কোল্ড স্টোরেজের প্রতিনিধি, খাদ্য অধিদপ্তর, বাজার মনিটরিং সেলের প্রতিনিধি, কৃষকসহ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এই বৈঠক হয়। পাইকারি, খুচরা পর্যায়ের বাজারে এবং সকল হিমাগারে এই দাম থাকবে। এদিকে, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে জানান, এ বছর নতুন আলু আসতে দেরী হবে, এই সুযোগটাই কাজে লাগিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। বন্যার কারণে আলুর ক্ষতি হওয়ায় দশ লাখ টন আলু আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার দ্বিতীয় তরঙ্গের মধ্যেও কৃষি উৎপাদনের কোন ব্যাঘাত হবে না বলেও মত কৃষিমন্ত্রীর।