নতুন উদ্যমে পাকিস্তান সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার বৃত্ত ভেঙ্গে নতুন উদ্যমে পাকিস্তান সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার কথাও জানান তিনি। মিরপুরে দলগত অনুশীলন শেষে এসব কথা বলেন তাসকিন। এদিকে, ৬ বছর পর মিরপুরের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল। অনুশীলন করেছে প্রায় সাড়ে তিন ঘন্টা। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই কাজ করছেন সফরকারীরা।
হতাশা ও বিষন্নতার বিশ্বকাপ… সে আমেজ শেষ হয়েছে আগেই। এবার শুরু আরও একটি দ্বিপাক্ষিক সিরিজের আনুষ্ঠানিকতা। পাকিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলনে টিম বাংলাদেশ।
পুরো অনুশীলনে ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা, ব্যর্থতা ভুলে যাওয়ার চেষ্টা। পেসার তাসকিন আহমেদও জানালেন সেই চিরচায়িত কথা।
২০১৫’তে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ।সেবার একমাত্র টি-টুয়েন্টিতে জিতেছে টাইগাররা। তবে, এবার সে কাজটি যে সহজ হবে না তা ভালো করেই জানেন তাসকিন আহমেদ।
এদিকে, ৬ বছর পর চেনা কন্ডিশনে অনুশীলন করেছে পাকিস্তান। মিরপুরের একাডেমি মাঠে গা গরম করেছে সফরকারীরা। বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক এই সিরিজটাও যে ভীষণ গুরুত্ব পাচ্ছে পাকিস্তানের কাছে।
তবে এদিন অনুশীলনে ছিলেন না মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপ চলাকালীন আইসিইউতে চলে যাওয়া এই ওপেনার ছিলেন বিশ্রামে। এছাড়া অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক দলের সাথে যোগ দিবেন ১৬ নভেম্বর।
১৯ নভেম্বর প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজ। তার আগে আরও তিন দিন মিরপুরে অনুশীলন করবে বাংলাদেশ ও পাকিস্তান।