নতুন করে করোনা আক্রান্তের আশঙ্কা নাকচ বিশেষজ্ঞদের
- আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ঈদ আনন্দ উদযাপনে মাস্ক না পরাসহ অসতর্কতায় নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা নাকচ করেছেন বিশেষজ্ঞরা। রোগতত্ত্ব বিশেষজ্ঞ ডা: বেনজির আহমেদ জানান, দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি করোনার টিকা নেয়ার কারণে মাস্ক পরতে একন আর তেমন গুরুত্ব নেই। তবে সংক্রমণ বাড়ছে, এমন দেশ থেকে আগতদের বিষয়ে নজরদারির পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি।
দু’বছর করোনা মহামারির কারণে বন্ধ ছিল সকল বিনোদন কেন্দ্র। তবে, এবছর করোনার প্রকোপ কমে মৃত্যু হার শূণ্যের কোটায় নেমে আসায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে।
ঈদের প্রথম দিন থেকে পর্যটকদের ঢল নামে বিনোদন কেন্দ্রে। তবে, জনসমাগমে সরকারের পক্ষ থেকে মাস্ক পড়ার বিধিনিষেধ থাকলেও তা মানছেন না কেউ।
ভ্রমণ পিপাসুরা বলছেন, করোনায় মৃত্যুহার ও ঝুঁকি কমায় মাস্ক ব্যবহার করছেন না তারা।
সংক্রামক রোগ বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও বেশিরভাগের টিকা নেয়ায় মাস্ক পড়ার তেমন গুরুত্ব নেই।
যেসব দেশে করোনা সংক্রমণ বাড়ছে, সেসব দেশ থেকে আগত যাত্রীদের প্রতি নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিলেন অধ্যাপক