নতুন করে বাঁচতে শিখেছে সিরাজগঞ্জে জন্মগত ত্রুটি, এসিড দগ্ধ ও আগুনে পোড়া রোগীরা
- আপডেট সময় : ০৩:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে জন্মগত ত্রুটি, এসিড দগ্ধ, আগুনে পোড়া ও সড়ক দুর্ঘটনায় বিকৃত ৪৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে হাঙ্গেরীর ১৩ সদস্যর বিশেষজ্ঞ চিকিৎসক দল। তিন দিন ধরে চলে বাংলাদেশ-হাঙ্গেরী ফ্রেন্ডশিপ ফরএভারের এই কার্যক্রম। এই সেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা।
চলতি বছরের ৮ মে থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে শুরু হওয়া ১০ দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা। এরই মধ্যে সেবা পাওয়া ৪৫ জন রোগীর মুখে এখন তৃপ্তির হাসি।
অনেকেই আগুন, এসিড ও জন্মগত ত্রুটিতে হারিয়েছে শৈশব। যেতে পারেনি স্কুলে। খেলতে পারেনি সম-বয়সীদের সাথে। আর ঝলসানো পা নিয়ে বোঝা হয়েছিলো পরিবারের। ব্যয় বহুল এ চিকিৎসা বিনামূল্যে হাতের নাগালে পেয়ে খুশী রোগীসহ স্বজনেরা।
৬০ রোগীর চিকিৎসা চললেও, ৪৫ জন পাচ্ছেন অপারেশনের মাধ্যমে শারিরিক ত্রুটি সমাধানের সুযোগ।
একযুগ ধরে বাংলাদেশে কাজ করলে, হাঙ্গেরীর বিশেষজ্ঞ দলটিএবারই প্রথম সিরাজগঞ্জে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করে।
ব্যয় বহুল চিকিৎসা সিরাজগঞ্জের মানুষদের বিনামূল্যে দিতে পেরে খুশী স্থানীয় সংসদ সদস্য।
স্থানীয়দের দাবি এ ধরনের উদ্যোগ প্রতিবছরই যেন হয় আরো বড় পরিসরে।