নতুন ধরণ ও মিউটেশনের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি: স্বাস্থ্য অধিদফতর
- আপডেট সময় : ০১:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
দেশে নতুন ধরণ ও মিউটেশনের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অনলাইনে আয়োজিত এক বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিদিনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে করোনায় আক্রান্ত মৃতদের মধ্যে ষাটোর্ধ্বরাই বেশি। তবে করোনার নতুন যে ধরন, তাতে তরুণরাও এখন ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন। সুতরাং জটিল এই রোগ থেকে মুক্ত হতে সবাইকেই সচেতন হওয়ার পরামর্শ দেন ডা. রোবেদ আমিন। মাস্ক ব্যবহার ও বিধিনিষেধ মেনে চলার ওপর জোর দেন তিনি।’ এদিকে, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ইতোমধ্যে ১৩৮ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জনই বিশেষজ্ঞ চিকিৎসক। এদিকে, চিকিৎসকদের জন্য সরকার ঘোষিত প্রণোদনার প্রথম ভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড় দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন।