নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য বলে জানিয়েছেন- সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ‘৬ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট’ অনুষ্ঠানে তিনি বলেন, সেনাবাহিনীতে নানা সামরিক সরঞ্জাম সংযোজন করে আরো আধুনিকায়ন করা হচ্ছে। এই অনুষ্ঠানে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাপ্রধান সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে শহীদ কর্নেল আনিস প্যারেড স্কয়ারে পৌঁছালে জেনারেল শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে তাঁকে কর্নেল ব্যাজ পরিয়ে দেয়া হয়। পরে সেনাপ্রধান স্মৃতিস্তম্ভ বীর গৌরবে ফুল দিয়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।