নতুন নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নতুন নির্বাচন কমিশন গঠনে আইনের কোন বিকল্প নেই বলে মনে করে আওয়ামী লীগ। অন্য প্রক্রিয়া নিয়ে ভাবার অবকাশ নেই বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধি দল। ১ ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা করেন তারা। আলোচনায় নির্বাচন কমিশন গঠনে নতুন আইন প্রণয়নের উপর জোর দেয় দলটি। পরে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আইনের পাশাপাশি নির্বাচন কমিশনের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিরও সুপারিশ করেছে আওয়ামী লীগ।