নতুন বছরে সব ধরনের গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ পাবে, বিএনপি
- আপডেট সময় : ০৭:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নতুন বছরে সব ধরনের গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ পাবে, বিএনপি। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ ও ইলেকট্রনিক ভোটিং মেশিন– ইভিএম নিয়ে বিএনপির মধ্যে সমন্বয় নেই। গেল বছরের ব্যর্থতা ঝেড়ে, নতুনভাবে তারা রাজনীতি শুরু করবে বলে আশা করেন মন্ত্রী। সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে একথা জানান তিনি।
গেল বছরে সড়ক ও দল পরিচালনায় কিছু ব্যর্থতা ছিলো বলে স্বীকার করেন ওবায়দুল কাদের।বলেন, সেসব ভুল থেকে শিক্ষা নিয়ে এবছর সড়ক-মহাসড়কে আরো কাজের গতি আসবে। বিএনপিকে ২০২০ সালে গণতান্ত্রিক রাজনীতির অনেক জায়গা দেয়া হবে। সভা-সমাবেশ করতে পারবে বলে আশ্বস্ত করেন তিনি। বিরোধী দল হিসেবে শক্তিশালী বিএনপি চান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইভিএম ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপি নেতারা ভিন্ন ভিন্ন কথা বলছেন। তাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে। তবে, আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সব সহায়তা করবে বলেও জানান, ওবায়দুল কাদের।