নতুন বছরের প্রথম দিন থেকে বাংলাদেশের হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম দিন থেকে বাংলাদেশের হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। ঢাকায় সৌদি দূতাবাস জরুরি এক নোটিশে জানিয়েছে, আগামী বছর থেকে সৌদি আরবের ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।
নোটিশে বলা হয়েছে, হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করার কারণে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিদের বায়োমেট্রিক সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ফোনে গুগল প্লে অথবা ‘সৌদি ভিসা বায়ো অ্যাপ’ ডাউনলোড করতে হবে, যা কাল ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। নোটিশে আরও বলা হয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও প্রক্রিয়া সম্পন্ন ব্যতীত কেউ হজ ও ওমরাহর জন্য কোনো ভিসা পাবেন না। হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিদের নির্ধারিত লিংকের মাধ্যমে অ্যাপটি ডাউনলোডের অনুরোধ জানিয়েছে সৌদি সরকার।