নতুন বছরের শুরুতেই আবার দেশের বাজারে ঢুকবে ভারতীয় পেঁয়াজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নতুন বছরের শুরুতেই আবার দেশের বাজারে ঢুকবে ভারতীয় পেঁয়াজ। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে ভারত। তবে কত দামে পেঁয়াজ রফতানি করবে দেশটি সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
গেলো রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত ইয়াদব স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি বাংলাদেশী ব্যবসায়ীদের হাতে পৌঁছে। হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মাহবুব হোসেন জানান, দীর্ঘদিন রফতানী বন্ধ থাকায় পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে। একইসঙ্গে আরো জানানো হয়, পেঁয়াজ রফতানীর ক্ষেত্রে কোনও মূল্য নির্ধারণ করা হয়নি। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই পেঁয়াজ রফতানি করা হবে বলে তারা জানিয়েছেন। অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে গেল সেপ্টেম্বরে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত।